Bangladesh Premier League (BPL) 2022 Schedule, Fixtures, Teams & Start Date | বিপিএল ২০২২ চূড়ান্ত সময়সূচি

 



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষে অপেক্ষা এবার খেলা মাঠে গড়ানোর। তার আগে সূচিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের অষ্টম আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। ফাইল ছবি
প্রস্তাবিত ও সম্ভাব্য সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি উদ্বোধনী দিনের প্রথম খেলায় পরস্পরের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। একই দিন দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ ঢাকা।

 
প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দলগুলো রাউন্ড রবিন লিগে প্রত্যেকের মোকাবেলা করবে দুইবার করে। প্লে-অফ ও ফাইনালের চারটি ম্যাচে থাকছে একদিন করে রিজার্ভ ডে।

বিপিএলের সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিসিবি। তবে বিপিএল নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, কেমন হতে পারে গভর্নিং কাউন্সিলের প্রস্তাবিত সূচি।

একনজরে বিপিএলের সম্ভাব্য সূচি 

BPL 2022 Fixture


BPL 2022 Fixture

BPL 2022 Fixture

BPL 2022 Fixture


Next Post Previous Post