বিপিএল ২০২২ সব দলের স্কোয়াড, বিপিএল ২০২২ সময়সূচি, কোন দলের আয়কন প্লেয়ার কারা

 

bpl 2022 schedule


বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের অস্টম আসর শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি ২০২২ থেকে। একমাস ব্যাপি বিপিএল ২০২২ আসরের পর্দা নামবে আগামী ২০ ফেব্রুয়ারী ২০২২। আসন্ন বিপিএল ২০২২ আসরকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে বর্তমানে মিরপুরের ক্রিকেট পাড়ায়। এবারি প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের অস্টম আসর থেকে প্রতি দলের একাদশে খেলতে পারবে মাত্র ৩ জন করে বিদেশি খেলোয়াড়। 


দেশি ক্রিকেটারদের উন্নতির কথা মাথায় রেখে এবার বিপিএল থেকে প্রতি দলে তিন জন বিদেশি খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে বিপিএলে কমছে না বিদেশি ক্রিকেটারদের দাম। বিপিএল ড্রাফটে সর্বোচ্চ দাম রাখা হয়েছে বিদেশি ক্রিকেটারদের।


বিপিএলকে সামনে রেখে গত ৫ ডিসেম্বর দল ঘোষনার কাজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র একজন কর্মকর্তা জানান, বিপিএলে দল নিতে এইবার ৮ ফ্রেঞ্চাইজি আবেদন করেছিল সেখান থেকে আমরা ৬ টি দল বেচে নিয়েছি। তবে গতবারের রংপুর রাইডারস এবং রাজশাহী র্যায়ে্্যলস এইবার থাকছে না বিপিএল ২০২২ আসরে। চলুন বিপিএলের দলগুলোর নাম জেনে নেওয়া যাক।


বিপিএল ২০২২ সকল টিম গুলি:

বিপিএল ২০২২ আসরে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা দেওয়া হলো।

১/ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

২/ সিলেট

৩/ ঢাকা

৪/ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

৫/ খুলনা

৬/ বরিশাল


বিপিএল ২০২২ সালের অস্টম আসরের মলিকানাতে এসেছে অনেক পরিবর্তন। আগের কয়েকটি দলের মালিকানা ঠিক থাকলেও এসেছে অনেক নতুন মালিকের নাম। গতবারের রংপুরের মালিক বসুন্ধরা গ্রুপ এইবার বিপিএল ২০২২ আসরে অংশগ্রহণ করেনি। নিচে বিপিএলের সব দলের মালিকানা দেওয়া হলো।


বিপিএল ২০২২ দলের মলিক কারা কারা:


★চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের মালিক আকতার গ্রুপ

★ খুলনা টাইগার্স এর মালিক মাইন্ড ট্রি গ্রুপ

★কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মালিক নাফিসা কামাল

★বরিশাল দলের মালিক ফরচুন গ্রুপ

সিলেট সিক্সেস দলের মালিক প্রগতি গ্রুপ

ঢাকা দলের মালিক রুপা ও মার্ন গ্রুপ।


বিপিএল ২০২২ সব দলের আইকন প্লেয়ার:


১/ঢাকার আইকন প্লেয়ার মাশরাফি বিন মর্তুজার

২/ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-এর আইকন প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ

৩/ বরিশালের আইকন প্লেয়ার সাকিব আল হাসান

৪/ সিলেট সিক্সেসের আইকন প্লেয়ার মুস্তাফিজুর রহমান

৫/ খুলনা টাইগার্স এর আইকন প্লেয়ার মুশফিকুর রহিম

৬/ কুমিল্লা ভিক্টোরিয়ানস এর আইকন প্লেয়ার তামিম ইকবাল


বিপিএল ২০২২ সময়সূচি:

বিপিএল ২০২২ আসর এখনো পর্যন্ত পাওয়া তথ্য মতে আগামী ২০ জানুয়ারি শুরু হয়ে আগামী ২০ ফেব্রুয়ারী শেষ হবার কথা রয়েছে।

বিপিএল ২০২২ সব দলের স্কোয়াড:


এখনো পর্যন্ত বাংলাদেশ প্রমিয়ার লীগ বিপিএলের সকল দল তাদের দল সাজাতে কাজ করে যাচ্ছে যার জন্য তারা সবাই দলে দেশি বিদেশি ক্রিকেটারদের ভেরাচ্ছে নিচে বিপিএল ২০২২ সালের সকল দলের স্কোয়াড গঠন হলো।


বিপিএল ২০২২ সব দলের স্কোয়াড:


বিপিএল ২০২২ বরিশাল দলের স্কোয়াড:

সাকিব আল হাসান, সাইফ হাসান,পারভেজ ইমন, তাওহিদ হ্রদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ,সুমন খান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি।

বরিশাল দলের বিদেশি ক্রিকেটার:

অ্যালেক্স হেলস,রবি বোপারা, রাইলি রুশো, রাসেল।


 বিপিএল ২০২২ সিলেট সিক্সেস স্কোয়াড:

মোস্তাফিজুর রহমান, লিটন দাস,নাসির হোসেন, সাব্বির রহমান, অলক কাপালি জাকের আলী অনিক, মেহেদি হাসান রানা,এবাদত হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ।


সিলেট সিক্সেস বিদেশি ক্রিকেটার:

সোহেল তানভীর, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, মোহাম্মদ নওয়াজ, আন্দ্রে ফ্লেচার।


বিপিএল ২০২২ ঢাকা স্কোয়াড:

মাশরাফি বিন মুতুর্জা (অধিনায়ক), রুবেল হোসেন, নুরুল হাসান সোহান,-শুভাগত হোম, রনি তালুকদার, মিজানুর রহমান।-সিফ হাসান, শাহাদত হোসেন রাজিব, নাইম শেখ, কাজি অনিক, মোহর শেখ অন্তর।

বিদেশি ক্রিকেটার:

রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল,হজরতুল্লাহ জাজাই, ইয়ান বেল।


বিপিএল ২০২২ কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ উদ্দিন,আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোহাম্মদ শহিদ,শামসুর রহমান,সঞ্জিত সাহা।


বিদেশি ক্রিকেটার:

ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারিন।


খুলনা মাইন্ড ট্রি স্কোয়াড ২০২২:

মুশফিকুর রহিম, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত , জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম,শরিফুল ইসলাম, মাহিদুল অঙ্কন।


বিদেশি ক্রিকেটার:

কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মিলান, ব্রেন্ডন টেলর।


বিপিএল ২০২২ চট্রগ্রাম স্কোয়াড:

মাহমুদউল্লাহ, সানজামুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, রবিউল হক, ইয়াসীর আলী চৌধুরী, নিহাদ-উজ-জামান, সাদমান ইসলাম, নাইম হাসান।


বিদেশি ক্রিকেটার:


হারবাজন সিং, সিকান্দার রাজা, ক্যামেরন ডেলপোর্ট,ক্রিস গেইল।



Next Post Previous Post