ত্রিদেশীয় সিরিজের সময়সূচী ও সব দলের স্কোয়াড ২০২২ - বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড

ত্রিদেশীয় সিরিজের সময়সূচী ও সব দলের স্কোয়াড ২০২২ - বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড



অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে, প্রস্তুতি স্বরুপ ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড । নিউজিল্যান্ড এছাড়াও এই সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান । ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। ত্রিদেশীয় সিরিজে ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে । যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। এবং রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে ফাইনাল ম্যাচ অর্থাৎ পয়েন্টে এগিয়ে থাকা দুই দল খেলবে ফাইনাল।

ইংল্যান্ড জাতীয় দলের সাথে সিরিজ শেষে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে ৪ অক্টোবর দেশ ছাড়বে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দল অবশ্য তার আগেই নিউজিল্যান্ডে অবস্থান করবে। আসন্ন টি২০ বিশ্বকাপে ভালো করার প্রস্তুতির জন্য প্রথমে অ্যাডিলেডে ক্যাম্প করবে বাংলাদেশ, পরবর্তীতে নিজেদের আরও বেশি ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ অংশগ্রহণ করবে বাংলাদেশ ক্রিকেট টিম। 

চলুন দেখে নেয়া যাক বাংলাদেশ সময় অনুযায়ী আসন্ন ত্রিদেশীয় সিরিজের সময়সূচি ও সব দলের স্কোয়াড


  • ৭ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান - সকাল ৯:০০ টা
  • ৮ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান - দুপুর ১:০০ টা
  • ৯ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ - দুপুর ১:০০ টা
  • ১০ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান - সকাল ৯:০০ টা
  • ১১ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ - সকাল ৯:০০ টা 
  • ১২ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান - সকাল ৯:০০ টা
  • ১৪ অক্টোবর - ফাইনাল ম্যাচ - সকাল ৯:০০ টা


চলুন এবার দেখে নেয়া যাক ত্রিদেশীয় সিরিজের জন্য সব দলের টি২০ স্কোয়াড ২০২২


ত্রিদেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ড দলের সম্ভাব্য সেরা স্কোয়াড ২০২২

  1. কেন উইলিয়ামসন (অধিনায়ক)
  2. মার্ক চ্যাম্পম্যান
  3. মার্টিন গাপটিল
  4. ডেভন কনওয়ে
  5. গ্লেন ফিলিপস
  6. টিম সেইফার্ট 
  7. টড অস্টল
  8. ডেলির মিসেল
  9. জেমস নিশাম
  10. মিচেল স্যান্টনার
  11. টিম সাউদি
  12. ট্রেন্ট বোল্ট
  13. লকি ফার্গুসন
  14. কেইল জেমিসন
  15. ইশ সোদি
  16. এডাম মিলনে

ত্রিদেশীয় সিরিজের জন্য পাকিস্তান দলের সম্ভাব্য সেরা স্কোয়াড ২০২২

  1. বাবর আজম
  2. ইমামুল হক
  3. ফখরুজ্জামান
  4. শোয়েব মালিক
  5. খুষদিল শাহ
  6. হায়দার আলী
  7. সরফরাজ আহমেদ
  8. মোহাম্মদ রিজওয়ান
  9. শাদাব খান
  10. মোহাম্মদ হাফিজ
  11. মোহাম্মদ নেওয়াজ
  12. ইমাদ ওয়াসিম
  13. শাহীন শাহ আফ্রীদি
  14. হাসান আলি
  15. হারিস রউফ
  16. এবং উসমান কাদির

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা স্কোয়াড ২০২২

  1. মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক)
  2. লিটন কুমার দাস
  3. মুনিম শাহরিয়ার
  4. এনামুল হক বিজয়
  5. মুশফিকুর রহিম
  6. নাসুম আহমেদ
  7. ইয়াসির আলী রাব্বি
  8. শেখ মেহেদী হাসান
  9. সাকিব আল হাসান
  10. আফিফ হোসেন ধ্রুব
  11. মোসাদ্দেক হোসেন সৈকত
  12. শরিফুল ইসলাম
  13. মোস্তাফিজুর রহমান
  14. মেহেদী হাসান মিরাজ
  15. এবং সাইফুদ্দিন

 


কিছু প্রশ্ন কিছু উত্তর:

ত্রিদেশীয় সিরিজ কবে শুরু হবে?

৭ অক্টোবর সকাল ৯ টা হতে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ ২০২২।

তামিম ইকবাল কি ত্রিদেশীয় সিরিজ / টি টোয়েন্টি খেলবে ? 

তামিম ইকবাল ত্রিদেশীয় সিরিজ / টি টোয়েন্টি  খেলবে কিনা সেটা এখনো অনিশ্চিত! কারণ তামিম টি-টোয়েন্টি খেলবেন কিনা সেটা এখনো তিনি ক্লিয়ার করেন নাই। তবে ধরে নেয়া যায় তামিম টি-টোয়েন্টি থেকে অবসর নিতে যাচ্ছেন।

কোন কোন দেশ ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে / খেলবে ?

নিউজিল্যান্ড আয়োজিত ত্রিদেশীয় সিরিজ খেলবে, নিউজিল্যান্ডসহ বাংলাদেশ ও পাকিস্তান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক কে?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক কে ?

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক হল শাহরিয়ার নাফিস

বাংলাদেশ প্রথম টি২০ খেলে কত সালে?

বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি২০ খেলে ২০০৬ সালের নভেম্বর মাসে

প্রথম টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

প্রথম আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বিশ্বকাপ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ভারত, পাকিস্তানকে পরাজিত করে শিরোপা লাভ করে।
Next Post Previous Post